Bangala GK Guide Part -11- বাংলা জিকে গাইড পর্ব -১১।
Bangla GK Guide Part - 11 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide Part - 11, যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্ব গুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
GK Guide Part - 11
🔘 ভারতের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায় ?
উত্তর:- কর্ণাটক।
🔘কে বলেছিলেন "স্বরাজ আমার জন্মগত অধিকার" ?
উত্তর:- বালগঙ্গাধর তিলক।
🔘মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কি ?
উত্তর:- সেরিব্রাম।
🔘পায়রার ফুসফুসের বায়ুথলির সংখ্যা কয়টি ?
উত্তর:- 9 টি।
🔘তিনটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কে ?
উত্তর:- ডঃ বি আর আম্বেদকর।
🔘হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতির নাম কি ?
উত্তর :- বৈরাম খাঁ।
🔘পঞ্চ নদের দেশ বলা হয় কাকে ?
উত্তর:- পাঞ্জাব।
🔘বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন?
উত্তর :- ভিটামিন এ।
🔘 ভারতের বৃহত্তম নদী বাঁধ কোনটি ?
উত্তর:- ভাকরা নাঙ্গাল।
🔘ইনক্লাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন ?
উওর :- ভগৎ সিং।