Bangla GK Guide Part - 08 - বাংলা জিকে গাইড পর্ব : ০৮।
![]() |
Bangla GK Guide Part - 08 |
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide part - 08; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
GK Guide Part - 08
❖ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উত্তর :- কলকাতা।
❖ পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?
উত্তর :- রানীগঞ্জে।
❖ ভারতের জীব বৈচিত্র আইন প্রণীত হয় কত সালে ?
উত্তর :- ২০০২ সালে।
❖ কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
উত্তর :- আমেদাবাদ।
❖ পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তর :- ভুটান।
❖ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উত্তর :- ৫ জুন।
❖ পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?
উত্তর :- তাঁত শিল্প।
❖ ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।
❖ আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?
উত্তর :- ৮ ই মার্চ।
❖ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর :- গঙ্গা।