Bangla GK Guide Part - 07 - বাংলা জিকে গাইড পর্ব : ০৭।
![]() |
Bangla GK Guide Part - 07 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide part - 07; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
GK Guide Part - 07
◾️চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন কে?
উঃ- দুর্জন সিংহ।
◾️ উত্তর গোলার্ধের ´´মেরুজ্যোতি`` কে কি বলে?
উঃ- অরোরা বেরিয়ালিস।
◾️কোল উপজাতিদের বাস ছিল কোথায়?
উঃ- ছোটোনাগপুর অঞ্চলে।
◾️কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে?
উঃ- বুদ্ধ ভগত।
◾️আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ- মাউন্ট ব্ল্যাঙ্ক।
◾️´´চ্যালেঞ্জার খাত`` কোথায় অবস্থিত?
উঃ- প্রশান্ত মহাসাগরে।
◾️সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? উঃ-1855 খ্রিস্টাব্দের 30 জুন।
◾️বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
উঃ- প্রশান্ত মহাসাগরে।
◾️‘দামিন-ই-কোহ’ শব্দের অর্থ কি?
উঃ- পাহাড়ের প্রান্তদেশ।
◾️বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল কে?
উঃ- সূর্য।