Ads Area

Bangla GK Guide Part - 06

 Bangla GK Guide Part - 06 - বাংলা জিকে গাইড পর্ব : ০৬।

Bangla GK Guide Part - 06

সুপ্রিয় বন্ধুরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide part - 06; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।


                        GK Guide Part - 06


◾️ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে?

উত্তর-জলপথ কে।


◾️ ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোন টি?

উত্তর-উত্তর রেল।


◾️তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত? 

উত্তর- হর্ষবর্ধন।


◾️´হর্ষচরিত` কার রচনা? 

উত্তর- বানভট্ট।


◾️ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ?

উত্তর-NH-7।


◾️ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ কোনটি?

উত্তর- গঙ্গা নদী।


◾️ ´রামচরিত`- এর রচয়িতা কে? 

উত্তর- সন্ধ্যাকর নন্দী।


◾️ ´রাজতরঙ্গিনী`- এর রচয়িতা কে? 

উত্তর- কলহন।


◾️সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবনযাত্রার মান উন্নত হয় না হয়না?

উত্তর-হয়না।


◾️´ইন্ডিকা` গ্রন্থটি কার রচনা? 

উত্তর- মেগাস্থিনিস।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad