Bangla GK Guide Part - 05 - বাংলা জিকে গাইড পর্ব : ০৫।
![]() |
Bangla GK Guide Part - 05 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide part - 05 ; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
GK Guide Part - 05
◾️ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোনটি ?
উত্তর:- দুর্গাপুরে।
◾️SAIL কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- 1973 সালে।
◾️কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?
উত্তর:- গুজরাট।
◾️ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?
উত্তর:- 7 নং জাতীয় সড়ক।
◾️কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- 1906 সালে
◾️ভারতের প্রাচীনতম পর্বতের নাম?
উত্তর:- আরাবল্লী।
◾️হুমায়ূন নামা কার রচনা ?
উত্তর:- গুলবদন বেগম
◾️তিতুমীর কে ছিলেন?
উত্তর:- ওয়াহাবী আন্দোলনের নেতা
◾️ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র?
উত্তর:- ছত্তিশগড়ের ভিলাই।
◾️শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়?
উত্তর:- স্ট্র্যাটোকিউমুলাস।