Bangla GK Guide Part - 05 - বাংলা জিকে গাইড পর্ব : ০৫।
![]() |
Bangla GK Guide Part - 05 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide part - 05; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
GK Guide Part - 05
◾️ছায়াপথ কোন আকাশে দেখা যায়?
উত্তর :- উত্তর-দক্ষিণ।
◾️ উল্কার অপর নাম কি?
উত্তর :- ছুটন্ত তারা।
◾️ "অর্থশাস্ত্র " কে রচনা করেন?
উত্তর :- কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত |
◾️"ইন্ডিকা " কে রচনা করেন?
উত্তর :- মেগাস্থিনিস |
◾️হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?
উত্তর :- এডমন্ড হ্যালি।
◾️ কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তর :- 76 বছর।
◾️সর্বশেষ কবে দেখা গেল?
উত্তর :-1986 সালে।
◾️"বুদ্ধচরিত " কে রচনা করেন ?
উত্তর :- অশ্বঘোষ |
◾️"রামচরিত " গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর :- সন্ধ্যাকর নন্দী |
◾️"রামচরিত মানস " গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর :- তুলসিদাস |