Bangla GK Guide Part - 03 - বাংলা জিকে গাইড পর্ব : ০৩।
![]() |
Bangla GK Guide Part - 03 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide part - 03; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
Bangla Gk Guide Part - 03
◼️ প্রথম কোন মহিলা সাহিত্য আকাদেমি পুরস্কার পান❓️
উত্তর :- অমৃতা প্রীতম।
◼️কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত❓️
উত্তর :- ইন্দ্রাগান্ধি।
◼️কে পাটলিপুত্র নগর এর প্রতিষ্ঠাতা❓️
উত্তর :- উদয়ন।
◼️ ভারতের ম্যানচেস্টার কাকে বলে ❓️
উত্তর :- আমেদাবাদ।
◼️ দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন❓️
উত্তর :- বল্লাল সেন।
◼️ সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন❓️
উত্তর :- বল্লাল সেন।
◼️ গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে❓️
উত্তর :- জয়দেব।
◼️ ‘পবন দূত’ এর রচয়িতা কে❓️
উত্তর :- ধোয়ী।
◼️ নাগার্জুন সাগর প্রোজেক্ট কোন নদীর ওপর অবস্থিত❓️
উত্তর :- কৃষ্ণা।
◼️ বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে❓️
উত্তর :- কোশি নদীকে।